SonicRun.com Local Business Directory, Search Engine Submission and SEO Tools lil durk' name='msvalidate.01'/> বিশ্বস্ত ইব্রাহিম 5।।কিতাবুল মোকাদ্দেস - Islamic story।কিতাবুল মোকাদ্দেস

Latest

Tuesday, September 17, 2019

বিশ্বস্ত ইব্রাহিম 5।।কিতাবুল মোকাদ্দেস

________________


বিশ্বস্ত ইব্রাহিম

আলাহর বন্ধু।

সময় যেতে থাকল, আর সাথে সাথে আরও বেশি মানুষ গাছ ও পাথরের মুর্তি
পূজা করতে লাগল। এই মূর্তিগুলাকে বলা হতো দেবতা। তারা ভাবতো
এই মূর্তিগুলােই তাদের আল্লাহ, যারা তাদের প্রার্থনা শুনত এবং সাহায্য করত। মানুষ সত্য আল্লাহর এবাদত করত না কিংবা তার ইচ্ছা কী তা জানতে চাইত না। তারা অনেক খারাপ কাজ করত। কিন্তু আল্লাহ উর শহরে একজন অন্যরকম লোক দেখলেন। এই লোকটির নাম ইব্রাম। যদিও তার আশপাশে অনেক দুষ্ট লোক বাস করত তথাপি তিনি বিশেষ করে আল্লাহর কাছে মুনাজাত করতেন ও তার ইচ্ছামতো চলতে চেষ্টা করতেন। আল্লাহ বললেন, “ইব্রাম, তুমি এ জায়গা ছেড়ে চলে যাও। তম তােমার। পূর্বপুরুষের জায়গা ছেড়ে আমি যে জায়গা দেখাব সেখানে ১ল যাও। আমি তোমাকে দোয়া করব আর তোমার মধ্যদিয়ে অন্যেরাও দোয়া পাবে। ইরাম আল্লাহর কথা শুনলেন, যদিও তিনি সবকিছু বুঝলেন না। হজরত ইব্রাম তার স্ত্রী এবং তার ভাইপো লুতকে সাথে নিয়ে তার শহর থেকে রওনা হলেন। তাদের সাথে ছিল তাবু, ভেড়ার পাল, গরুর পাল এবং চাকর-বাকর। তারা। নদী পার হলেন, পাহাড়ে উঠলেন, অবশেষে কেনান দেশে পৌছলেন। এই দেশের কথাই আল্লাহ হজরত ইব্রামকে বলেছিলেন। কিন্তু হজরত ইব্রাম এবং হজরত লুত উভয়ের জন্য সেখানে যথেষ্ট জায়গা ছিল না। হজরত ইব্রাম লুতকেই তার পছন্দের জায়গা বেছে নিতে বললেন। হজরত লুত সবচেয়ে ভালো জায়গা বেছে নিয়ে সাদুমের কাছে সমতল ভূমিতে চলে গেলেন। সাথে নিলেন তার পশুপাল ও দাসদাসী। হজরত ইব্রাম কোন দেশেই থেকে গেলেন। আল্লাহ হজরত ইব্রামের কাছে আসলেন আর বললেন, "আমি এই ফ ম তোমার বংশকে এবং তাদের সন্তানদের দেব এখানে তারা চিরকাল থাকবে। হজরত ইবাম এখানে একটি কোরবানগাহ বানালেন, কোরবানি দিলেন এবং আলাহর এবাদত করলেন। আর একবার আল্লাহ হজরত ইব্রামকে বললেন, “তুমি কি এই তারাগুলা গুনতে পারো? তোমার বংশধরকেও তেমনই গুনে শেষ করা যাবে না। এই সময় যদিও হজরত ইব্রামের কোন সন্তান ছিল না তবুও তিনি আল্লাহকে বিশ্বাস করলেন।
 পরে আল্লাহ ইবামের নাম পরিবর্তন করে ইব্রাহিম রাখলেন। এই নামের মানে হলো অনেকের পিতা। আল্লাহ হজরত ইব্রাহিম এবং তার স্ত্রী বিবি সারার কাছে একজন পুত্রসন্তান, একটি জাতি এবং একটি দেশ দেবার প্রতি যা করলেন। ইরাহিম বিশ্বস্তভাবে আল্লাহর এবাদত করার প্রতিজ্ঞা করলেন।
.

পয়দায়েশ ১২-১৭ অধ্যায়

No comments: